Quantcast
  • শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪২৭, ২৭ নভেম্বর ২০২০

হাসপাতাল সিঁড়িতে ময়লার ভাগাড়


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৩:০১, নভেম্বর ১৮, ২০২০
 
 
 
 


গাজীপুরের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়। যেখানে সেখানে ময়লা থাকায় হাসপাতালে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিন ঘুরে দেখা য়ায়, টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থিত আহসান উল্লাহ মাস্টার জেনারেল সরকারি হাসপাতাল স্বল্প আয়ের মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন। অথচ এখানে নেই পর্যাপ্ত চিকিৎক, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। এমনকি বন্ধ রয়েছে এক্স-রেসহ সব ধরনের পরীক্ষা। সিঁড়িতে ময়লার ভাগাড়, অপরিচ্ছন্ন বাথরুম, রোগীদের মাঝে নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা সমস্যা রয়েছে এখানে।  এ ব্যাপারে হাসাপাতল পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের প্রয়োজন মেটাতে ডিজি বরাবর চাহিদাপত্র দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা অপসারণের কাজ চলছে।