Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

করোনা টেস্টের নমুনা সংগ্রহে ভ্রাম্যমাণ বুথ চালু কালিহাতীতে


ইমরুল হাসান বাবু ,স্টাফ রিপোর্টার | আপডেট: ২৩:০৬, জুন ০৯, ২০২১
 
 
 
 


টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় করোনা টেস্টে জনগণকে উৎসাহিত করতে করোনা টেস্টের বিশেষ ভ্রাম্যমাণ বুথ স্থাপন করে বিনামুল্যে করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কালিহাতী পৌরসভার চাটিপাড়া এলাকায় ভারত ফেরত একব্যক্তি করোনা পজেটিভ হওয়ায় এবং ওই এলাকায় সংক্রমণের হার বেশি হওয়ায় বিশেষ অস্থায়ী বুথ স্থাপন করে দিনব্যাপী বিনামূল্যে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। শুরুতেই বিনামুল্যে ৩৩ জনের এন্টিজেন নমুনা সংগ্রহ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও স্থানীয় কাউন্সিলর আবু বকর সিদ্দিক প্রমুখ