Quantcast
  • শুক্রবার, ১৫ মাঘ ১৪২৮, ২৮ জানুয়ারি ২০২২

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ১৫ জনের প্রাণহানি


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:৫৩, জুন ২৯, ২০২০
 
 
 
 


বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে মর্নিং বার্ড ঢাকা থেকে মুন্সীগঞ্জ রুটের  একটি লঞ্চ ডুবে ১৫ জনের প্রাণহানি  ঘটনা ঘটে । এদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী ও দু’জন শিশু রয়েছে। সোমবার  সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এ ঘটনা।ঢাকা থেকে  লঞ্চটি আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল  বলে জানা গেছে। পোস্তগোলা ফায়ার সার্ভিস অফিস থেকে  ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সকালে মর্নিং বার্ড নামে ছোট আকারের লঞ্চটির সাথে ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কা লাগে। মর্নিং বার্ড ঢাকা থেকে মুন্সীগঞ্জ রুটের লঞ্চ।