Quantcast
  • শুক্রবার, ১৫ মাঘ ১৪২৮, ২৮ জানুয়ারি ২০২২

১৩ ঘণ্টা পর সুমনকে জীবিত উদ্ধার করা হয়


সাতকাহন ডেস্ক | আপডেট: ১১:০৩, জুন ৩০, ২০২০
 
 
 
 


ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় ১৩ ঘণ্টা পর  সুমন মিয়া (৩৫) একজনকে  জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিনি ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চে সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের উদ্ধার অভিযান।সোমবার সকালে অপর একটি লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট আকারের এই লঞ্চ ডুবে যাওয়ার পরে সারা দিনে ৩২ জনের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।

পরে রাতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের সময় তাতে মধ্যবয়সী একজন পুরুষকে জীবিত পাওয়া গেছে বলে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন