Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

নতুনত্বের গান


দেলোয়ার হোসাইন | আপডেট: ১৯:৩৪, এপ্রিল ২৩, ২০২১
 
 
 
 


অন্ধকার

চারদিক অন্ধকার

পারি দিতে হবে, আনতে হবে, আলোকিত ভোর।

জ্বালতে হবে প্রত্যাশার আলো,

ছড়িয়ে দিতে হবে চারপাশ।

ভোরে মোরগের ডাকের সাথে

উদীয়মান সূর্যরশ্মির আলোয়

উজ্জীবিত করতে হবে বিবেক-বোধ,

হতে হবে মানুষ।

ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু দিয়ে

ধুয়ে নিতে হবে মনের অন্ধত্ব

দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে, জনকল্যাণে।

শপথ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।

করতে হবে প্রতিবাদ, দুর করতে যত অন্ধকার।

তবেই পরিবর্তন আসবে সমাজে,

পরিবর্তন হবে দেশ।

আলোর পথে নতুনত্বের গান।