Quantcast
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪২৮, ০৬ মে ২০২১

রহমতের ঢল।।


-মোঃ জেহাদ উদ্দিন | আপডেট: ২১:৪৪, এপ্রিল ২৯, ২০২১
 
 
 
 


রহমতের আজ ঢল নেমেছে

হলেন খোদা মেহেরবান

আঁধার ভুবন আলো করে

দিলেন তিনি পাক কোরআন।

শুধুই আঁধার অথৈ পাথার

ডুবে সকল জিন ও ইনসান

অন্ধকারে পায় না কিনার

চায় সকলে আলোর সন্ধান।

দয়ার সাগর মাবুদ আল্লাহ

সবার প্রতি মেহেরবান!

আঁধার ভুবন আলো করে

দিলেন তিনি পাক কোরআন।।

বিশ্ব প্রভুর পুতঃ বাণী

নূর নবীজী দিলেন আনি

দিকে দিকে ছড়িয়ে গেল

পাক কোরআনের সেই বাণী।

খোদার নূরের সেই সে স্রোতে

ভাসছে সকল মুসলমান।

রহমতের আজ ঢল নেমেছে

হলেন খোদা মেহেরবান।।