Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

শেষ বিদায়।।


-মোঃ জেহাদ উদ্দিন | আপডেট: ২০:৩৫, এপ্রিল ২৫, ২০২১
 
 
 
 


জানি না গো কেমন করে হবে আমার শেষ বিদায়

কে জানে কে শরীক হবে আমার জানাজায়!

কোথায় হবে কবর আমার কোথায় পাব ঠাঁয়

বিদায় দিতে আসবে কে গো আমার জানা নাই

কে যাবে মোর সঙ্গী হয়ে নিথর খাটিয়ায়।

জানি না গো কেমন করে হবে আমার শেষ বিদায়।।

মসজিদের ঐ বারান্দাতে থাকে একখান গাড়ি

সেই গাড়িতে সওয়ার হয়ে যাব আমার বাড়ি

আমি থাকব কেমন করে ওগো সঙ্গী কেহ নাই।

জানি না গো কেমন করে হবে আমার শেষ বিদায়।।

সাড়ে তিন হাত মাটির ঘরে সাত হাত মাটির নীচে

ওগো থাকতে হবে জানে সবাই এই দুনিয়া মিছে-

আমার কেমন হবে সওয়াল-জওয়াব ভেবে নাহি পাই।

জানি না গো কেমন করে হবে আমার শেষ বিদায়।।