Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

সুন্দর ফুলের বর্ণনা


জেহাদ উদ্দিন | আপডেট: ২০:৩৫, জানুয়ারি ১৬, ২০২১
 
 
 
 এমন সুন্দর ফুলের বর্ণন

কেমনে দেই গো তোমাদের

দুই জাহানের হলুদ মিশে

জমিন সাজে আমাদের।কার্তিক অগ্রহায়ন শেষে

পৌষ মাঘের শূন্য ক্ষেতে

কিষাণের হাতের ছোঁয়ায়

সর্ষে ফুল ভাই ওঠে মেতেসেই ফুলেরই সৌরভে আজ

ঘুম টুঁটে যায় সকলের।।কত সুন্দর স্রষ্টা তিনি

যাঁর সৃষ্টি এত সুন্দর হয়

তিনি মাবুদ আল্লাহ তা'লা

তিনি সুন্দর বরকতময়তাঁর কুদরতি পা'য় লুটায় মাথা

সকল সৃষ্টি; জগতের।।