Quantcast
logo
Print now

আমার মৃত্যু

রাফিউ আহম্মেদ লিখন

পূবের সে জারুলের পোকাগুলোর অপেক্ষা শুধুই,আমার মৃত্যু।সে নরম সবুজ ঘাস আজও অপেক্ষায় শুধুই,আমার মৃত্যু।সে হিংস্র হায়নাদের হন্য হয়ে ছুটে চলা শুধুই,আমার মৃত্যু।পাতাবিহীন সেই মেজেন্ডা গাছটা আজও অপেক্ষায় শুধুই,আমার মৃত্যু।আমার মৃত্যুর কামনায় যখন সবাই মত্ত তবে জেনেই রাখুন; আমার বেচে থাকার তত্ত্ব আমি সেই পঙ্খচিল যার সারা শরীরে লেপ্টে আছে বিষাদের ক্ষত।আমি সেই বসন্ত- কারোর কাছে রোগ অথবা কারোর কাছে প্রিয় ঋতু।কুদরতে তব মোরে প্রভু করেছে সৃজন বিন্দু তা নহে নিরর্থক,নহে কিছু অগ্রহন। ....