Quantcast
  • বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪২৭, ২১ জানুয়ারি ২০২১

আইসিইউতে সাহারা খাতুন


সাতকাহন | আপডেট: ১৬:২৮, জুন ১৯, ২০২০
 
 
 
 


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে।তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, "আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউয়েনিয়েযান।"

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২জুন ইউনাইটেডে ভর্তি হন।তবে তিনি করোনায় আক্রান্ত নন। আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছে। যার রিপোর্ট নেগেটিভ।সাহারা খাতুনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরেসেখানেচিকিৎসাধীনআছেন।