Quantcast
  • বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২০২১

রোজিনার সাথে মন্দ আচরণ নিন্দনীয়: তথ্যমন্ত্রী


সাতকাহন ডেস্ক | আপডেট: ১৫:৪২, মে ২৩, ২০২১
 
 
 
 


রোজিনা ইসলামের বিষয়ে নিরপেক্ষ তদন্তের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় সজাগ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হলে তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।রোববার (২৩ মে) দুপুরে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের পর তথ্যমন্ত্রীর সাথে সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক। দেশের সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বিএফইউজে,ডিইউজে, বাংলাদেশ সম্পাদক ফোরাম, ব্রডকাষ্ট জার্নালিস্ট সেন্টার, সচিবালয় রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে ইকবাল সোবহান চৌধুরী সামগ্ৰিক বিষয়ে আলোকপাত করেন।বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি কদ্দুস আফ্রাদ, সা.সম্পাদক সাজ্জাদ আলম তপু, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, মহাসচিব ফারুক আহমেদ তালুকদার, ব্রডকাষ্ট জার্নালিস্ট সেন্টারের শাকিল আহমেদ, মানস ঘোষ, সচিবালয় রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সা. সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।তথ্যমন্ত্রী সাংবাদিকদের সুরক্ষা আইন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার সাংবাদিক বান্ধব। যে অনভিপ্রেত ঘটনার অবতারণা হয়েছিল তার অবসান হয়েছে এবং আগের মতই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। এই বৈঠকের মধ্য দিয়ে সকল ভুলবোঝাবুঝির অবসান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।