Quantcast
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪২৭, ২৮ ফেব্রুয়ারী ২০২১

৮ মাস পর সেই উহানের স্কুলে ফিরেছে লাখ লাখ শিক্ষার্থী


সাতকাহন ডেস্ক | আপডেট: ১২:১৬, সেপ্টেম্বর ০২, ২০২০
 
 
 
 


করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ডিসেম্বরের শেষদিকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় দেশটির সরকার। দীর্ঘ ৮ মাস পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার।এদিন শহরটির ১০ লাখ শিক্ষার্থী মুখে মাস্ক পরে ক্লাসে অংশ নেয় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।গত মে মাসে উহানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো আংশিক পরিসরে খোলা হয়। এবার তাতে যোগ করা হয়েছে প্রাথমিক, কিন্ডারগার্টেনসহ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।ভিড় এড়ানোর সতর্কতা সত্ত্বেও রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যায় সকল সরকারী স্কুলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাজার হাজার শিক্ষার্থী চীনের জাতীয় পতাকা প্রদর্শন করছে।

শহর কর্তৃপক্ষ গত সপ্তাহে বলেছিল, নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তারা স্কুল কার্যক্রম আবার অনলাইনে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।স্কুল খোলার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরতে বলা হয়েছে এবং যথাসম্ভব গণপরিবহন ,বাস ও ট্রেন এড়িয়ে চলতে বলা হয়েছে।নতুন করে সংক্রমণের ঝুঁকি এড়াতে স্কুলে মহড়া ও প্রশিক্ষণ সেশন পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। জানুয়ারির শেষ দিক থেকে কড়া লকডাউন সত্ত্বেও সরকারি হিসাবে করোনায় চীনে মৃত ৪ হাজার ৬০০ জনের মধ্যে ৮০ শতাংশই মারা গেছে উহানে।