ভারতের রাজধানী দিল্লি এখন দেশটির সবচাইতে বড় করোনা ভাইরাস হটস্পট। সেখানে ৭৭ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস ধরা পড়েছে। দিল্লিতে করোনাভাইরাসের বিস্তার থামানোর সুযোগ সেখানকার কর্তৃপক্ষ কিভাবে হাতছাড়া করেছে, তা নিয়ে বিবিসির অপর্ণা আলুরির রিপোর্ট: ভারত জুড়ে দুমাস ধরে যখন কঠোর লকডাউন জারি করা হয়েছিল তখন দিল্লির কর্তৃপক্ষ করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ হাতছাড়া করেছেন বলেই মনে হয় ।