Quantcast
logo
Print now

সারা বিশ্ব যখন করোনার থাভায় দিশেহারা । সবাই করোনার মত ছোয়াছে রোগ থেকে বাঁতে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য ঠিক সেই সময়ে  করোনাভাইরাস সংক্রমণের মধ্যে মাস্ক ছাড়াই একাধিকবার প্রকাশ্যে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। গত সপ্তাহে অনুষ্ঠিত এক গণভোটে অংশ নিয়েছেন তিনি মাস্ক ছাড়াই। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, সাংবিধানিক পরিবর্তন নিয়ে ওই গণভোটে ভোট দেন পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে তার ভোট দেওয়ার ফুটেজে দেখা যাচ্ছে, এসময় অন্যান্যদের মুখে মাস্ক থাকলেও পুতিনের মুখে মাস্ক ছিল না। এমনকি গ্লাভসও ছিল না তার হাতে।সংবিধান পরিবর্তনের জন্য ....