Quantcast
logo
Print now

হাসপাতালের বিল মেটাতে নবজাতককে বিক্রি করে দিলেন দম্পতি। এমন ঘটনাটা ঘটেছে ভারতের আগ্রায়।ভুক্তভোগী এই ব্যক্তির নাম শিবচরণ, তিনি পেশায় রিকশা চালক। টানাটানির সংসারে সম্প্রতি হানা দেয় করোনাজনিত লকডাউন। এই অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন স্ত্রী ববিতা।হাসপাতালে বিল আসে ৩৫ হাজার রুপি। এত টাকা দেওয়ার সাধ্য শিবচরণের নেই। তার দাবি, তখন হাসপাতাল প্রস্তাব দেয়— এক লাখ রুপিতে সাত দিনের ছেলেকে বিক্রি করে দিতে। সেটাই করেছেন তারা।এই দলিত দম্পতির অভিযোগের পর হইচই পড়ে যায়। টাইমস অব ইন্ডিয়ায় এ নিয়ে মন্তব্য করেন জেলা প্রশাসক প্রভু এন ....